পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



মাকড়সা । হাওয়ায় দোলে জালের দোলা,
চারদিকে তার জাল‌্না খোলা,
আপনি ঘুমে চোখ যে আসে জুড়ে !
আয়-না হেথা, হাত পা ধুয়ে
পাখনা মুড়ে থাক্-না শুয়ে—
ভন্ ভন্ ভন্, মরবি কেন উড়ে ?


মাছি । কাজ নেই মোর দোলায় দুলে,
কোথায় তোমার কথায় ভুলে
প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে ।
তোমার ঘরে ঘুম যদি পায়
সে ঘুম কভু ভাঙবে না হায়—
সে ঘুম নাকি এমন সর্বনেশে !


মাকড়সা । মিথ্যে কেন ভাবিস মনে ?
দেখ্-না এসে ঘরের কোণে,
ভাঁড়ার ভরা খাবার আছে কত ।
দে টপাটপ্‌ ফেলবি মুখে,
নাচবি, গাবি, থাকবি সুখে
ভাবনা ভুলে বাদশা-রাজার মতো


মাছি । লোভ দেখালেই ভুলবে ভবি,
ভাবছ আমায় তেমনি লোভী !
মিথ্যে দাদা, ভোলাও কেন খালি ?
করব কি ছাই ভাড়ার দেখে ?
প্রণাম করি আড়াল থেকে—
আজকে তোমার সেই গুড়ে ভাই বালি ।

কবিতাগুচ্ছ
৩৭