পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসি উচ্চাসনে গরব ভূরে পূজা-উপচার নিয়ত লভি ভূলিল ব্রাহ্মণ নিজ পদবী । কিসে নিত্যকাল এ ভারতভবে আপন শাসন অটুট রবে এই চিত্তা সদা করি বিচার হল স্বার্থপর হাদয় তার। ভেদবুদ্ধিময় মানব মন নব নব ভেদ করে সুজন । জাতিরে ভাঙিয়া শতধা করে, তাহার উপরে সমাজ গড়ে ; নানা বর্ণ নানা শ্রেণী বিচার, নানা কুটবিধি হল প্রচার । ভেদ বুদ্ধি কত জীবন মাঝে অশনে বসনে সকল কাজে, ধর্ম অধিকারে বিচার ভেদ মানুষে মানুষে করে প্রভেদ । ভেদ জনে জনে, নারী ও ঘরে, জাতিতে জাতিতে বিচার ঘরে । মিথ্যা অহংকারে মোহের বশে জাতির একতা বাধন খসে ; হয়ে আত্মঘাতী ভারতভবে আপন কল্যাণ ভুলিল সবে। Wo) এখনো গড়ীর তমসা রাতি, ভারত ভবনে নিভেছে বাতি— মানুষ না দেখি ভারতভূমে, সবাই মগন গভীর ঘুমে। কত জাতি আজ হেলার ভরে হেথায় আসিয়া বসতি করে । ভারতের বুকে নিশান গাথি বসেছে সবলে আসন পাতি । নিজ ধনবান নিজ বিভব বিদেশীর হাতে সঁপিয়া সব, 8२y ভারতের মুখে না ফুটে বাণী, মৌন রহে দেশ শরম মানি । —হেনকালে শুন ভেদি আঁধার সুগম্ভীর বাণী উঠিল কার— “ভাব সেই একে ভাবহ তারে, জলে স্থলে শূন্যে হেরিছ যারে , নিয়ত যাহার স্বরূপ ধ্যানে দিব্য জ্ঞান জাগে মানব প্রাণে । ছাড় তুচ্ছ পূজা জড়-সাধন, মিথ্যা দেবসেবা ছাড় এখন ; বেদান্তের বাণী সমরণ কর, ব্ৰহ্মজ্ঞান-শিখা হাদয়ে ধর । সত্য মিথ্য দেখ করি বিচার খুলি দাও যত মনের দ্বার। মানুষের মতো স্বাধীন প্রাণে নির্ডয়ে তাকাও জগত পানে— দিকে দিকে দেখ ঘুচিছে রাতি, দিকে দিকে জাগে কত না জাতি । দিকে দিকে লোক সাধনারত জানের ডাণ্ডার খুলেছে কত। নাহি কি তোমার জ্ঞানের খনি । বেদান্ত-রতন মুকুটমণি ? অসারে মজে কি ভুলেছ তুমি ধর্মে গরীয়ান ভারতভূমি ?” —শুনি মৃতদেশ পরান পায়, বিসময়ে মানুষ ফিরিয়া চায়। দেখে দিবারাপ পুরুষবরে কান্তি তেজোময় নয়ন হরে, সবল শরীর সুঠাম অতি, ললাট প্রসর, নয়নে জ্যোতি, গম্ভীর স্বভাব, বচন ধীর, সত্যের সংগ্রামে অজেয় বীর । অতুল প্রখর প্রতিভাবরে নানা শাস্ত্র ভাষা বিচার করে । রামমোহনের জীবন সমরি, সুকুমার সমগ্র রচনাবলী । ৯