পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রৈলোক্যনাথের • সরস গান ধর্মগ্রন্থ নব, নব সাধন, ব্রহ্ম উপাসনা বিধি নতন, ধর্মপ্রাণ কত নারী ও মরে নব নব ভাবে সাতায় প্রাণ। আরো কত সাধু ধরমন্নতি বঙ্গ5ন্দ্র ১ ১ আদি প্রচার-ব্রতী তাহে নিমগন পুলক ভরে । একসাথে মিলি প্রেমের ডরে প্রেমপরিবার গঠন করে। । সমাজে সদিন এল আাকার. কাল কিবা খাবে কেহ না ক্ৰমে প্ৰসরিল জীবন তার। আকুল উৎসাহ সবার প্রাণে । কেশব আপন প্রতিভা বলে। নূতন মন্দির নব সমাজ যতনে গঠিল যব কালে। নগরে নগরে হল প্রচারক নব ভাবে কত নতুন কাজ । দিনে দিনে নব প্রেরণা পায়, উৎস:হর শ্রেত বাড়িয়া যায় । সমাজ-চালনা বিধি-বিচার "ধর্মরাজা নাছি জ তিনিচার , নাহি ভেদ হেথা নারী ও নরে, ত্ত’ত্ত আছে যার সে যায় ত'রে। । কেশবের হাতে সকল ভার । কেশবপ্রেরণা সবার মলে জাতিবর্ণ-ডেপ কুরীতি যত ভাঙি দাও চিরদিনের মতো দেশ-দেশান্তরে ধাউফ মন, সবধর্মবাণী করো চয়ন । ধর্মে ধর্মে নাহি বিরোধ রবে, মহা সমবয় গঠিত হবে। পশিল সে বাণী দেশের প্রাণে, তার নামে সবে আপন৷ ভুলে। ধন্য ব্রহ্মানন্দ যাহার বাণী শিরে ধরে লোকে প্রমাণ মানি K:হার সাধন। আজিও হেরি রয়েছে সমাজ জীবন ছেরি । ঘ.তার মরতি ১:রণ করি, য৷হার জীবন হাদয়ে ধরি, শত শত লোক প্রেরণা পায়, মুন্ধ নরনারী অবাক মানে! নগরে নগরে তুফান উঠে, ঘরে ঘরে কত বাঁধন টুটে । ব্রহ্ম নামে সবে ভুটিয়া চলে, প্রাণ হতে প্রাণে আগুন জ্বলে । আসিল গোঁসাই ' ব্যাকুল হয়ে প্রেমে ডরপর ডকতি লয়ে। আসিল প্ৰতাপ" স্বভাব ধীর, অজি ভ ত্ৰিভরে প্রণমি তায়। আবার বহিল নতুন ধারা সমাজের প্রাণে বাজিল সাড়া । ভাসি বহুজনে সে নব স্রোতে বাহির হইল নুতন পথে। মিলি অনরাগে যতন ভরে গণ্ডীর বচন তানে গভীর। এই ‘সাধারণ' সমাজ গড়ে। ওদিকে কেশব তন বলে। স্বল্পভাষী সাধ অঘোরনাথ যোগমগ্ন মন দিবসরাত। গৌরগোবিন্দের সাধক প্রাণ হিন্দুশাস্ত্রে তার অতুল ভান । কান্তিচন্দ্ৰ সদা সেবায় রত সেবাধর্ম তাঁর জীবন-ব্রত। বাধিল আবার আপন দলে । নব ডাবে ‘নববিধান’ গড়ি. নূতন সংহিতা রচনা করি, ডগ্নদেহ লয়ে অবশপ্রায়, খাটিতে খাটিতে ত্যজিল কায় । বিবিধ কবিতা