পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুনি কানা রাজা
ক্ৰোধ করি কয়,
“আরে অভাগার পু!
এ জমি তােমারই দেখ-না এখনি,
খুলিয়া কাগজপত্র।”
নকশা রেখেছে
একশো বছর
বাক্সে বাঁধিয়া আঁটি,
কীট ফুটমতি
কাটিয়া কার্টিয়া
করিয়াছে তারে মাটি
কাজেই তর্ক
না মিটিল হায়,
বিরােধ বাধিল ভারি,


হইল যুদ্ধ
চৌদ্দ বছর ধরি।
মরি সৈন্য,
ভাঙিল অস্ত্র,
রক্ত চলিল বহি,
তিন হাত জমি
তেমনি রহিল,
কারও হারজিৎ নাহি।
তবে খোড় রাজা কহে, “হায়, হায়,
তষ্ক বিষম বটে,
ঘোরতর রণে
অতি অকারণে,
মরণ সবার ঘটে।”
বলিতে বলিতে
চটাৎ করিয়া
হঠাৎ মাথায় তার
অদ্ভুত এক
বুদ্ধি আসিল
অতীব চমৎকার।
কহিল তখন
খোড়া মহারাজ,
“গুন মোর কামা ভাই,
তুচ্ছ কারণে
রক্ত ঢালিয়া
কখনাে দুশ নাই।
তার চেয়ে জমি
দান করে ফেল
আপদ শান্তি হবে।”
কমনী রাজা কহে, “খাসা কথা ভাই
কারে দিই কহ তবে।”
কহেম খঞ্জ,
“আমার রাজ্যে
আছ তিন মহাবীর-
একটি পেটুক,
অপর অলস
তীয় কুস্তিগীর।


কবিত
৪১