তোমার মুলুকে কে আছে এমন
এদের হারাতে পারে ?—
সবার সমুখে তিন হাত জমি
বখসিস্ দিব তারে ।” কানা রাজা কহে, “ভীমের দোসর
আছে তো মন্ত্র মম, ফলাহারে পটু পচাশি পেটুক
অলস কুমৃড়াসম । ழ் দেখা যাবে কার বাহাদুরি বেশি
আসুক তোমার লোক ; যে জিতিবে সেই পাবে এই জমি”—
খোড়া বলে, “তাই হোক ৷”
পড়িল নোটিস ময়দান মাঝে
আলিশান সভা হবে,
তামাশা দেখিতে চারিদিক হতে
ছুটিয়া আসিল সবে ।
ভয়ানক ভিড়ে ভরে পথ ঘাট,
লোকে হল লোকাকার,
মহা কোলাহল, দাড়াবার ঠাই কোনোখানে নাহি আর ।
তার পর কমে রাজার হুকুমে
গোলমাল গেল থেমে,
দুই দিক হতে দুই পালোয়ান
আসরে আসিল নেমে ৷
লক্ষেত্ৰফ ঝম্পেক যুঝিল মল্ল
গজকচ্ছপ হেন ।
রুষিয়া মুচিট হানিল দোহায়—
বজ্ৰ পড়িল যেন ।
গুতাইল কত, ভোতাইল নাসা
উপাড়িল গোফদাড়ি,
যতেক দত্ত করিল অন্ত
ভীষণ চাপট মারি ।
তার পরে দোহে দোহারে ধরিয়া
ছুড়িল এমনি জোরে,
গোলার মতন গেল গৈা উড়িয়া
দুই বীর বেগভরে ।
সুকুমার সমগ্র রচনাবলী ॥ ২
পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খন্ড.djvu/৪৫
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
