পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯২ ] • তাছা দেবোদেশে উৎসর্জিত হইয়াছে” সে তার হইতে মুক্ত হইবে । এই ৰূপে তোমরা এক ব্যক্তিকে পিতা মাতার উপকার করিতে দাও না ; এবং আপনারদের প্রচারিত জনশ্রুতি দ্বারা ঈশ্বরের আজ্ঞার বৈয়র্থ্যাপত্তি করিতেছ। তোমরা ঈদৃশ কত কৰ্ম্ম কর । ৮৪ । তিনি সমস্ত লোককে অভিমন্ত্রিত করিয়া কছিলেন, তোমরা প্রত্যেকে শ্রবণ ও হৃদয়ঙ্গম কর; বহিঃস্থ কোন দ্রব্য, যাহা মনুষ্যে প্রবেশ করে, তদ্বারা সে অশুচি ছয় না; কিন্তু যাহা মনুষ্য হইতে বহির্গত হয়, তাহাতেই লোককে অশুচি করে । যাহার কর্ণ অাছে, শ্রবণ করুক। পরে তিনি লোকদের নিকট হইতে প্রস্থান পূৰ্ব্বক গৃহে প্রবেশ করিলে উপহার শিষ্যেরা ঐ উপমাবাক্যের তাৎপর্য্য জিজ্ঞাসা করিলেন । - তিনি কছিলেন, তোমরাও এত নিৰ্ব্বোধ ? ইহা কি অনুভব করিতে পারিতেছ মা যে যাহা কিছু মনুষ্যে প্রবেশ করে, তদ্বারা সে অশুচি হয় না; ষেহেতু সেই দ্রব্য অন্তঃকরণে প্রবেশ করিতে পারে না, কেবল উদরে প্রবেশ করে, এবং পরিশেষ জীর্ণ হইয়া সমুদায়িকৰূপে নির্গত হইয়। ষায় । তিনি বলিলেন, যাহা মনুষ্য হইতে বহির্গত হয়, তাহাই তাহাকে অশুচি করে। কারণ অন্তর