পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s , . .] নহে; যাহারদের নিমিত্ত বিহিত হইয়াছে, তাহারাই প্রাপ্ত হইবে । g ৯৪। দশ শিষ্য ইহা শুনিয়া যাকুব ও যোহনের প্রতি বিরক্ত হইলেন। কিন্তু যিশু তাহারদিগকে জাকারণ পূৰ্ব্বক কহিলেন, তোমরা অবগত অtছ যে স্লেচ্ছদের মধ্যে শাসনকৰ্ত্তারা সাধারণ লোকের উপর প্রভুত্ব করে, এবং মহৎ প্রসিদ্ধ লোকেরা সাধারণের উপর ক্ষমতা বিস্তার করে । তোমারদের মধ্যে এৰূপ হইবে না; যে তোমারদের মধ্যে শ্রেষ্ঠতম হইতে চায়, সে সকলের সেবক হইবে; এবং যে কেহ সৰ্ব্বপ্রধান হইতে চায়, সে সকলের পরিচর্য্যা করিবে । দেখ, নরপুত্র পরিসেবিত হইতে আসেন নাই, প্রত্যুত সেবা করিবার নিমিত্ত, এবং সাধারণোপকারে প্রাণ সমপর্ণ নিমিত্ত আসিয়াছেন । 罗 ৯৫* । আমি বলিতেছি, প্রার্থনা সময়ে যাহা যচিঞ করিবে, তাহার প্রাপ্তি বিষয়ে যদি কুতনিশ্চয় হও, তবে প্রাপ্ত হইবে। প্রার্থনা সময়ে কাহারও কৃত অপরাধ যদি স্মরণ হয়, তবে তাহ মার্জন কর; যে তাহাতে পরমপিতাও তোমার অপরাধ সকল ক্ষমা করিবেন। যদি তুমি ক্ষমা --- * মাক, ১১শ অংশ শ্লো। - -