পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 x 3 o J ষে তোমার উপকার করে, যদি কেবল তাহারই প্রত্যুপকার কর, তবে আর কি প্রশংসাজনক কৰ্ম্ম করা হইল ? পাপীরাও তদ্রুপ করিয়া থাকে । প্রতিপ্রাপ্তির প্রত্যাশায় যদি ঋণ দাও, তবে আর তাহাতে প্রশংসা কি ? প্রতিপ্রাপ্তি নিমিত্ত পাতকীরা ও পাতকীদিগকে ঋণ দিয়া থাকে। কিন্তু তোমরা শত্রুদিগকেও প্রীতি কর, তাহারদের উপকার কর, এবং তাহারদিগকে ঋণ দাও; প্রত্যুপকারের প্রত্যাশ কুরিও না । ঈদৃশ ব্যবহারবিশিষ্ট হইলে তোমরা প্রভূক্ত পুরস্কার পাইবে, এবং পরমপুরুষের উপযুক্ত পুত্র স্বৰূপ হইবে। দেখ, তিনি অকৃতজ্ঞ এবং পাপকারীদের প্রতিও করুণা বিতরণ কfরতেছেন । অতএব তোমারদের পরমপিত যেৰূপ কারুশিক স্বভাব, তোমরাও তদন্ত্রৰূপ কারুশিক इ 3 ।। ১০৮ ৷ পরকে বিচারাধীন করি ও না (১১৫), হাতে আপনারা বিচারাধীন হইবে না; পরের প্রতি দোষারোপ করিও না, তাহ তে আপনারদের প্রতিও দোষারোপিত হইবে না (১১৬) । ক্ষমাশীল হও, আপনারাও ক্ষমা প্রাপ্ত হইবে । দান কর, (১১ ৫) অনায় ৰূপে 4 (১১৬) নিন্দক স্বভাব হইবে না ।