পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 33° ] কছিলেন, এই নারীকে দেখিতেছ? আমি তোমার গৃহে প্রবেশ করলাম, তুমি পাদ্য দান করিলে না ; কিন্তু এই স্ত্রী নেত্রাস্তু, দ্বারা আমার পদ প্রক্ষালন পূর্বক মস্তকস্থ কেশ দ্বারা মার্জন করিয়াছে। তুমি আমাকে চুম্বন দিলে না; কিন্তু এই স্ত্রী প্রথমাবধি আমার পদচুম্বন করিতে নিবৃত্ত হয় নাই । আমার মস্তকে তুমি তৈল প্রদান করিলে না; কিন্তু এই নারী আমার পাদদ্বয়ে সুবাসিত তৈল স্ৰক্ষণ করিয়াছে । অতএব বলিতেছি, তাহার বহুবিধ পাতক অপনীত হইল; যেহেতু সে প্রচুর প্রীতি প্রকাশ করিয়াছে। যাছাকে অল্প ক্ষমা করা যায়, সে অল্প প্রীতি করে। পরে তিনি সেই যোষাকে, কfছলেন, তোমার পাপ মার্জিত হইল। যাহারা র্তাহীর সহিত ভোজন করিতেছিল, তাহারা মনে মনে বলিতে লাগিল পাপপর্যন্তু মার্জন করিতেছেন যে ইনি, ইনি কে? যিশু সেই স্ত্রীকে কহিলেন, তোমার শ্রদ্ধ তোমার ত্রাণের কণরণ হইয়াছে; সুখে চলিয়া যাও । ১১৩*। এক সময়ে সমস্তনগরাগত বহু লোক সমবেত হইলে তিনি উপমাবাক্য দ্বারা এই ৰূপ উপদেশ দিতে লাগিলেন, এক বীজবাপক বীজৰপ __*সুক৮ মজ, বঙ্গে।