পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ه دد [ ১১৫ । এক সময়ে তাছার মাতা ও ভ্রাতারা তাহার অন্বেষণে আসিয়া উপস্থিত হইলেন, কিন্তু জনতা প্রযুক্ত প্রবেশ করিতে পারলেন না। কোন ব্যক্তি র্তাহাকে কহিল আপনাকে দেখিবার নিমিত্ত আপনার মাতা ও ভ্রাতারা বহির্দেশে দণ্ডায়মান আছেন । তিনি বলিলেন, র্যাহারা ধৰ্ম্মউপদেশ শ্রবণ করিয়া তদনুযায়ী চলেন, তাহারাই আমার प्रोंउ1 ७ पञ्चाउ) ! ১১৬*। একদা শিষ্যদের মধ্যে কে সৰ্ব্বশ্রেষ্ঠ হইবে, এই বিষয় লইয়া বিত ও উপস্থিত হইল । যিশু তাহারদের মনের ভাব বুঝিতে পারিয়া একটি শিশুকে গ্রহণ পূৰ্ব্বক নিকটে উপবেশন করাইলেন, এবং শিষ্যদিগকে কহিলেন, আমার নামে এই শিশুকে যে গ্রহণ করে, সে অামাকে গ্রহণ করে ; এবং যে আমাকে গ্রহণ করে, সে আমার প্রেরয়িতাকে গ্রহণ করে । যে তোমারদের মধ্যে ক্ষুত্রতম (১১৭), সেই শ্রেষ্ঠতম হুইবে । ১১৭ ৷ যোহন কহিলেন “স্বামিন এক ব্যক্তি আপনার নাম গ্রহণ পুৰ্ব্বক প্রেতবাহিত ব্যক্তিদিগকে নীরোগ করিতেছে; আমারদের অনুগামী मब्रे © g۰م (১১৭) অর্থাৎ লম্ব স্বভাব। • , * লুক ৯ ম অ, ৪৬ শ গে।