পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ ] জন শিষ্যকে নিয়োজন পূৰ্ব্বক দুই দুই জন করিয়া সেই সেই নগর ও স্থানে প্রস্থাপন করিলেন, ষে যে স্বানে আপনার যাইবার মানস ছিল। তিনি র্তা হারদিগকে বলিলেন, শস্য সংগ্রহের অতি উপযুক্ত সময় উপস্থিত; কিন্তু কৰ্ম্মকরের সংখ্যা অত্যপ; অতএব তোমরা শস্যাধিপতিকে প্রার্থনা কর ষে তিনি ক্ষেত্রে আরও অধিক কৰ্ম্মকর প্রেরণ করুন। তোমরা যাও ; কিন্তু মেষশাবকতুল্য যে তোমরা, তোমারদিগকে বৃককুলের মধ্যে পাঠাইতেছি। পাখেয়, বা গোণী, অথবা পাদুকা সঙ্গে লইও না; পথিমধ্যে কাছাকেও নমস্কার করিও না । যে কোন গৃহে প্রবেশ কর, জগ্রে এই বাক্য উচ্চারণ করিৰে • এই গৃহের মঙ্গল হউক । মঙ্গল প্রাপ্তির উপযুক্ত লোক যদি কেহ সেখানে থাকে, তবে তাহার মঙ্গল কুইবে; নতুবা তোমারদের আশীৰ্ব্বাদ প্রত্যাগত इदेtद । cनहे श्रुझे अवशिउि कड़िप्र; उाशद्भ স্বাহ প্রদান করবে, তাছাই ভোজৰও পান করিবে: কৰ্ম্মকর অবশ্ব স্বীয় বেতনের উপযুক্ত । গৃহে গৃহে ভ্রমণ করিও না। ষে কোন নগরে প্রবেশ কর, তথাকার লোকে যখন তোমারদের সৎকার করিবে, তখন তোমারদের সম্মুখে যাহা কিছু রক্ষিত হইবে, তাহাইজ্যবহার কর; বাধিপীড়াগকে নীরোগ