পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰে অনুসন্ধান করে, সে দেখিতে পার; যে দ্বারে আঘাত করে, তাহার নিমিত্ত দ্বার উদৰাটিত হয়। ১২৬। তোমারদের মধ্যে কাহারও পুত্র যদি অন্ন যাচএণ করে, তাহাকে কি প্রস্তর দিয়া থাকে? ন। সে মৎস্য চাহিলে তৎপরিবর্তে তাছাকে সর্প দিয়া থাকে? কি সে আগু চাহিলে তাহাকে বৃশ্চিক দিয়া থাকে? অতএব তোমরা মন্দস্বভাব হইয়াও যদি পুত্রদিগকে উত্তম দ্রব্য দিতে জান, তবে পরমপিতাকে প্রার্থনা করিলে তিনি কত আগ্রহের সহিত তোমারদিগকে পবিত্রান্তঃকরণ প্রদান করিবেন ! ১২৭* । তিনি এই সকল কথা কহিতেছিলেন, এমত কালে তত্রস্থ এক যোষা উচ্চৈঃস্বরে কহিল ‘ষে গর্ভ তোমাকে ধারণ করিয়াছে, এবং যে চুচক ভূমি শোষণ করিয়াছ, তাহ ধন্য । কিন্তু তিনি কহিলেন, বরঞ্চ যাহারা ঈশ্বরের আজ্ঞা শ্রবণ করে, ও তদনুযায়ী চলে, তাহারাই ধন্য। ১২৮+ ৷ কোন ব্যক্তি বৰ্ত্তিতে অগ্নি দান করিয়া গুস্থলে বা কোন ধানিকার নিম্নে রক্ষা করে না, দ্বীপবৃক্ষেই রক্ষা করে; তাহাতে গৃহাগত লোকেরা জালোক দেখিতে পায় । চক্ষুঃই শরীরের আলোক . * লুক ১১শ অ, ২৭ শ শ্লে। † লুক ১১ শ অ, ৩৩%ন্ন।