পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩e ] ধিক। তোমরা পোদিন ও অারুদ এবং অন্যান্য শাকের শাস্ত্রসিদ্ধ দশমাংশ দান করিয়াথাক, কিন্তু ন্যায়ব্যবহার এবং ঈশ্বরপ্রীতি প্রভৃতি ধৰ্ম্মসকলের অনুষ্ঠানে বিরত হইয়াছ; তোমারদের কৰ্ম্মকাণ্ড ও জ্ঞানকাও উভয়েরই অনুষ্ঠান কৰ্ত্তব্য ছিল । হে কিরুসিগণ ! তোমারদিগকে ধিক। তোমরা সমাজমধ্যে উচ্চতর আসন, এবং বিপণিস্থানে প্রণমাদির অভ্যাকাঙ্ক্ষা রাখ: হে অধ্যাপক ও ফিরুসি ভগুতাপস সকল ! তোমারদিগকে ধিক্ । তোমরা অপ্রকাশিত শ্মশানের তুল্য; যাহার। তদুপরি ভ্রমণ করে, তাহার। তাহ জানিতে পারে মা ! ১৩০ । একজন ধৰ্ম্মশাস্ত্রবেত্ত কছিল ‘স্বামিন! এই বলিয়া আপনি আমারদিগকেও তিরস্কৃত কারতেছেন । তিনি কছিলেন, হে স্মার্তগণ! তোমারদিগকেও ধিক্ । তোমরা ক্লেশকর ভারসকল লোকের স্কন্ধে স্থাপন কর, কিন্তু আপনার অঙ্গুলি দ্বারাও তাছা স্পর্শ কর না। তোমারদিগকে ধিক। তোমারদের পূর্বপুরুষেরা যে ঋষিদিগকে বধ করি #ছে, তোমরা তাহারদের সমাধি মন্দির নির্মাণ করিয়া থাক। তোমরা ষে পুৰ্ব্বপুরুষদের কার্য্যকে শ্ৰদূষনীয় বোধ কর, ইথার প্রমাণ,আপনারাই হইতেছ; কারণ তাছারা বধ কুরিয়াছে, তোমরা সমাধি