পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩১ ] দিতেছ। পরমজ্ঞান কর্তৃক ইহা উক্ত হইয়াছে যে অামি ঋষিও ধৰ্ম্মপ্রচারকসকল প্রেরণ করিব, তন্মধ্যে কতকগুলীকে তাহারা নিপীড়িত এবং কতকগুলীকে নিহত করিবে; ষে তদ্বারা পৃথিবীর আদিমাবস্থাবধি যত ঋষির শোণিত পাত হইয়াছে—হাবিলের রক্তাবধি মন্দির ও যজ্ঞবেদীর মধ্যস্থলে নিহত সিখরিয়ের রক্তপর্যন্ত সমস্ত শোণিত বর্তমান লোকদের নিকট হইতে পরিশোধৰূপে গৃহীত হইতে পারে (৯৪)। হে ধৰ্ম্মশাস্ত্রবেত্তাসকল ! তোমারদিগকে ধিক। তোমরা জ্ঞানকুঞ্জিকা লুক্কায়িত করিয়াছ; আপনার প্রবেশ কর নাই, পরে প্রবেশ করিতে গেলেও প্রতিরোধকতা করিয়াছ । ১৩১* ৷ একসময়ে এত অসংখ্য লোক সমবেত হইল, ষে তাহারা পরস্পর বিমৰ্দ্দিত হইতে লাগিল। তিনি সৰ্ব্বপ্রথমে শিষ্যদিগকে বললেন, ফিরুসিদের ভণ্ডব্যবহারৰপ যে তুলিরস, তাহার ব্যবহার বিষয়ে সাবধান হও । এমত কিছু অপ্রকাশিত বিষয় নাই, ৰাহা প্রকাশ না হইবে, এবং এমত কিছু গুপ্ত বিষয় নাই, যাহা ব্যক্ত না হইবে। যাহা অন্ধকারে কহিবে; তাহা অালোকে শ্রত হইবে; এবং কুটীরমধ্যে

  • झूकं s२ * अ$:cझां