পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩২ ] যাহা কর্ণেজপ করিবে, তাহা গৃহের উপরিদেশ হইতে প্রচারিত হইবে । ১৩২। আমি বলিতেছি, বন্ধুগণ যাহারা কেৰল শরীর ধংস ব্যতীত অন্য কোন অনিষ্ট করিতে না পারে, তাহারদিগকে ভয় করিও না ! কাহাকে ভয় করা উচিত, তাহা আমি তোমারদিগকে পূৰ্ব্বে বলিয়া দিতেছি: উগ্ৰহণকেই ভয় কর, যিনি আমারদিগকে বধ করিয়া নরকে নিক্ষেপ করিতে পারেন; হুঁ, কেবল জাহাকেই ভয় কর । পাচটা চটকপক্ষী কি ছুইটি তাম্রমুদ্রায় বিক্রীত হয় না? কিন্তু পরমেশ্বর তাহারদের একটিকেও বিস্তুত হন না। তোমারদের মস্তকের কেশাবলীও পরিসংখ্যাত আছে । অতএব ভয় করিও না; তোমরা অনেক চটকাপেক্ষা অধিকতর মূল্যবান। e ১৩৩ । আমি আরও বলিতেছি, মনুষ্য সমক্ষে বে আমাকে স্বীকার করবে, নরপুত্র তাহাকে ঈশ্বরাধীন দেবগণ সমক্ষে স্বীকার করিবেন; আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করিবে, সে দেবগণ সমক্ষে অস্বীকৃত হইবে। ষে কেহ নরপুত্রের নিন্দ করবে, সে মার্জনা পাইতে পারে; কিন্তু ষে পরমেশ্বরের নিন্দ করে, তাহার অপরাধ মার্জিত হইবে না। 'ৰখন লোকে তোমারদিগকে সমাজমধ্যে বা