পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩৬ ] উদেশে অপেক্ষা করিয়া থাকে; তিনি অtসিয়া দ্বারে অংঘাত করিলে তাহারা তৎক্ষণাৎ দ্বার মুক্ত করিতে পারে। সেই ভূত্যেরাই ধন্য, যাহারদিগকে প্ৰভু আসিয়া জাগরিত দেখেন; যথার্থ বলিতেছি, তিনি আপনার কটিদেশ বদ্ধ করিয়া তাহারদিগকে ভোজনে বসাইবেন, এবং স্বয়ং তাহারদের পরিবেষণ করিবেন। যদি তিনি দ্বিতীয় কিম্বা তৃতীয় প্রহরে আসিয়াও ভূত্যদিগকে প্রস্তুত দেখেন, তবে তাহার। ধন্যবাদ পাইবে । তোমরা জান যে গৃহস্থ যদি জানিতে পারে, কোন সময়ে তস্কর আসিবে, टंदद অবশ্ব জাগরিত থাকিয়া চেীরকে গৃহ ভেদ করিতে দায় না । অতএব তোমরা প্রস্তুত থাক ; কারণ তোমরা জানিতে পারিবে না, এমত এক সময়ে নরপুত্র আসিবেন। - 娜 ১৩৭ ৷ তখন পিতর জিজ্ঞাসা করিলেন “প্রভো ! এই উপমাবাক্য কি কেবল আমাদের পক্ষেই ৰক্ষি, লেন, কি সকলের পক্ষে ? যিশু উত্তর করিলেন, যে ভৃত্যকে প্রভু গৃহাধ্যক্ষ করিয়া পরিজনবর্গকে উপযুক্ত সময়ে অন্নপরিবেষণার্থ নিযুক্ত করিয়া যান, উজ্জ্ব্যতীত আর ৰিশ্বন্ত ও বুদ্ধিমান ভৃত্য কে? যদি প্রভু আসিয়া সেই ভূত্যকে স্বীয় কাৰ্য্যে নিয়োজিত দেখেন, তবেই সে ধন্যবাদ পায়; যথার্থ বলিতেছি,