পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I SNరిసె ] ১৪১। উত্তমর্ণের সহিত যখন বিচারকের সমীপে ষাও, তখন পথে থাকিতে থাকিতেই তাহার নিকট হইতে নিস্কৃতি পাইবার চেষ্টা কর; নতুবা সে তোমাকে কারাধ্যক্ষের হস্তে অপর্ণ করিবে; এবং কণরাধ্যক্ষ তোমাকে কারাবদ্ধ করিবে । আমি বলিতেছি, যাবৎ তুমি চরম কপদকটি পর্যন্ত প্র: ত্যপর্ণ না করিবে, (২৯) তাবৎ মুক্ত হইবে না। ১৪২ * । কতকগুলি গালিলীয় পীলাত (১২৫) কর্তৃক আপনারদের দেবদেয় বলির সহিত নরবলি ৰূপে নিহত হইয়াছিল (১২৬); তাহারদের বিষয় (১২৫) একজন বিচারক । (১২৬) যিশুর সময়ে বিহু গ্রীদের মধ্যে ফুট প্রধান দল ছিল: হিরোদীয়, ও গালীয় প্রথম দল, রোমক সম্রাটের করপ্রাত্তি বিষয়ে ব্যাঘাত না হয়, এমত চেষ্টা করিত; দ্বিতীয় দল কর প্রদানে আপত্তি উথাপন করিত । একদ কোন পৰ্ব্বাহে গালীলীয়ের বলি প্রদান করিতেছিল, বোমকপ্রতিনিধি পীলাৎ সেই স্থলেই তাহারদিগকে বিনষ্ট্র করিলেন { যিশু বলিতেছেন যে পৃথিবীতে কোন ব্যক্তি দুর্ঘটনার সহিত সাক্ষাৎ করিলেই যে সে অন্যান্য সৌভাগ্যবন্ত লোকদের অপেক্ষা অধিকতর পাপী এমত নহে ; কোন ব্যক্তি সামান্য ৰূপ ঐশিক নিয়ম লংঘন করিয়ীও আঞ্জীবন কষ্ট প্রাপ্ত হন, এবং কোন ব্যক্তি গুরুতর ঐশিক নিয়ম লংঘন করিয়া সাংসারিক সুখে চলিয়া যায়। কিন্তু এমত এক সময় আছে, যখন পরমেশ্বর আমারদের কৰ্ম্মানুসারে উপযুক্ত ফলাফল বিধান করিবেন। -- *ঞ্চলক ১৩ শ অ, ১ শ্লো ।