পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪৬ ] দরিদ্র, বিকলাঙ্গ, খঞ্জ, এবং অন্ধদিগকে আহুত কর; তাহা হইলে তুমি ধন্যবাদাস্পদ হইবে; যেহেতু তাহারা তোমার প্রত্যুপকার করিতে সক্ষম নহে ; তুমি পরলোকে প্রত্যুপকার প্রাপ্ত হইবে। ১৫১ ৷ তাহার সহভোজীদের মধ্যে এক ব্যক্তি এই সকল কথা শুনিয়া কহিলেন “ ঘিনি কৈবল্যধামে ভোজন করিতে পান, তিনিই ধন্য ’ যিশু কছিলেন, কোন ব্যক্তি এক মহাভোজের আয়োজন পুরঃসর বহুলোককে নিমন্ত্ৰণ করিলেন; এবং ভোজনপ্রাককালে এই বলিয়া এক ভূত্যকে নিমন্ত্রিত ব্যক্তিদের নিকট প্রেরণ করলেন ‘ আপনার আগমন করুন, সমস্ত বিষয় প্রস্তুত হইয়াছে।’ তাহারা সকলে ঐকমত্য হইয়া না আসিতে হয়, এমত চেষ্টা করিতে লাগিল ৷ এক ব্যক্তি সেই ভৃত্যকে কহিল ‘ আমি এক খণ্ড ভূমি ক্রয় করিয়াছি; তাহা অামার দেখা আবশ্বক ; অতএব আমাকে ক্ষমা করিতে বলিও ’ चान्न ७क्छन कश्नि “श्रागि झश्व िअनङ्घान् क्लग्न করিয়াছি; তাহারদের পরীক্ষার্থ যাইতে হইবে; অতএব আমাকে ক্ষমা করিতে বলিও । আর এক ব্যক্তি কছিল ‘আমি এক স্ত্রীর পাণিগ্রহণ করিয়াছি, অতএব উপস্থিত হইতে অক্ষম রছিলাম। ভূত্য প্রত্যাবর্তন পূর্বক সমস্ত বিষয় গৃহস্থের গোচর