পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I 5 sv" | অট্টালিক নিৰ্ম্মাণের মানস করিয়া সম্পূর্ণ করিবার সঙ্গতি আছে কি না, ইহা অগ্ৰে বসিয়া বিবেচনা না করিয়া থাকে ? কি জানি, যদি মুলপাত করিয়া সম্পূর্ণ করিতে অসমর্থ হয়, তবে লোকে তাহা দেখিয়া পরীহাস করে ষে এই ব্যক্তি নিৰ্ম্মাণ করিতে আরম্ভ করিয়াছিল বটে, কিন্তু পূর্ণ করিতে পারলেক মা ! অথবা, কোন রাজা অন্য রাজার সহিত বিগ্রহ ষ্টদীপনের মানস করিয়া দশসহস্র মাত্র সৈন্যের সহায়তায় শত্রুর বিংশতিসহস্ৰ সৈনোর সকিত যুদ্ধ করতে সক্ষম হইবেন কি না, ইহা অগ্ৰে বসিয়া বেচনা না করেন ? যদি আপনাকে অক্ষম বোধ হয়, তবে শুক্র দূরে থাকিতেই দূত প্রেরণ পূৰ্ব্বক সন্ধিস্থাপনের উদ্যোগ করেন । তদ্রুপ তোমারদের ম: , নিজের সমুদায় বিষয় রিবর্জন না করে, সে আমার শিষ্য হইবার যোগ্য নয় । ১৫৩। লবণ উত্তম বটে (১৭); কিন্তু যদি তেজোবিহীন হয়, তবে আর তদ্বারা অন্ন কি ৰূপে লবণাক্ত ই হবে ? তাহ পাংশু ভুমিরও উপযুক্ত থাকে না; স্বতরাং পরিত্যক্ত হয় । যাহার কর্ণ অাছে, শ্রবণ করুক । ১৫৪* । তদনন্তর অনেক পাপকারী নীচ লোক - - * লুক ১ ৫ শ অ, ১ মে F- - -