পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I sq. o অন্বেষণ করে না; সে তাহা প্রাপ্ত হইলে প্রতিবাসী বান্ধবদিগকে আকারণ করিয়া কছে “ আমার সহিত তোমর আনন্দযুক্ত হও; যেহেতু যে মুদ্রাটি হারাইয়াছিলাম, তাহ প্রাপ্ত হইয়াছি । আমি বলিতেছি, একটি অনুতাপকারী পাপীর নিমিত্ত আমরগণ সমক্ষে আনন্দোৎসব চুইয়া থাকে । ১৫৫ ৷ তিনি বলিলেন, এক ব্যক্তির দুইটি পুত্ৰ ছিল ; তন্মধ্যে যবিষ্ঠ তনয় পিতাকে কহিল ‘পিতঃ ! আপনার বিষয়ে আমার যে অংশ, তাহা আমাকে প্রদান করুন। ইহাতে পিতা পুত্রদ্বয়কে স্বীয় বিষয় বিভাগ করিয়া দিলেন। অলপ দিন পরে কনিষ্ঠ পুত্র সমস্ত ধন একত্রিত করিয়া দূরদেশে পর্য্যটনার্থ প্রস্থান করিল, এবং তথায় ইন্দ্রিয়সুখার্থ সমস্ত ধন মপব্যয় কfরল । সে নিঃস্ব হইলে অভিহিত দেশে মহা দুর্ভিক্ষ উপস্থিত হইবাতে স্বীয় দরিদ্রতা উপলব্ধি করিতে লাগিল। তখন সে উক্ত দেশের এক জন অধিবাসীর নিকটে গিয়া দাসত্ব স্বীকার করিল; "তিনি তাহাকে শূকর পালনার্থ নিযুক্ত করিলেন। শুকরদের উচ্ছিষ্ট ভক্ষণ করিয়াও উদর পূৰ্ত্ত করিতে তাহার বিরুচি রহিল না ; বস্তুতঃ কেহই তাহাকে কিছু প্রদান করিত না। তখন বুদ্ধি পাইয়া সে বিবেচনা করিল ‘আমার পিতার দাসদিগের মধ্যে