পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুখশান্তির উপায় স্বৰূপ যিশু-প্রণীত উপদেশ । ১* । তিনি (১) লোকারণ্য অবলোকন পরঃসর

  • মথি ৫ ম অ ! * , (১) অৰ্থাৎ ধিশুস্কৃষ্ট্র। বিশু’ (গ্রীক) শব্দ "যিহোণ্ডুয় । (ইত্ৰীয়) শব্দের অপভ্রংশ ; উভয়েরই অর্থ ত্ৰাণ কৰ্ত্ত।’ । গ্ৰীক ভাষার খৃষ্ট ’ এবং ইব্রীয় ভাষার ‘মিসায়িয়’ শব্দের অর্থ, সংস্কৃত। র্যাহার খৃষ্টের বিষয় কিছুই অবগত নহেন, তাহারদের বোধসৌকর্য্যাৰ্থ তদীয় জীবনবৃত্তান্ত এ স্থলে অতি সংক্ষপে লিখিত হইতেছে । প্রসিদ্ধ বিক্রমাদিত্য হাজার মৃত্যুর ৫৬ বৎসর পরে যিহুদ দেশীয় বৈৎলেহম লামক গ্রামে যিশুর জন্ম হয় । তৎকালে বিহুদীদেশ রেমিক লোকের অধীন ছিল। ষিশুর মাতার নাম মরিয়া, ও পিতার নাম মূষফ তাহারা অতি দরিদ্র ছিলেন, এবং তক্ষণ ব্যবসায় দ্বারা কালাতিপাত করিতেন ; ইহাতে সহজেই অনুভূত হইতে পারে ষে ধিগু অতি সীমান্যৰূপ বিদ্যা শিক্ষ{ প্রাপ্ত হন। কিন্তু তিনি ঈদৃশ অসাধারণ মনোবৃত্তি অধিকার করিয় ভূমিষ্ঠ হইয়াছিলেন ষে অশেষবিধ প্রতিবন্ধক উদ্ভেদ করিয়া ও পৃথিবীর শ্রেষ্ঠতম উপকৰ্ত্ত এবং মনুষ্য কুলের চূড়ামণি স্বৰূপ হইয়াছেন। তাহার সময়ে যিহু দীর পারতন্ত্র্য ৰূপ শৃংখল হইতে মুক্ত হওনশিয়ে এমত এক জন বলবীৰ্য্যবান উদ্ধারকর্তার প্রতীক্ষা করিত, যিনি পরঞ্জাতীয় শাসনকৰ্ত্তাদিগকে নিষ্কাৰিত করিয়া স্বীয় জন্মভূমি যিহুদী