পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I S & S ] 呜 কত ব্যক্তির এত প্রচুর অন্ন আছে, যে ব্যবহারের পর অবশিষ্ট থাকে ; কিন্তু আমি ক্ষুধায় মৃতকল্প হইতেছি। আমি পিতার নিকটে গিয়া বলব “ পিতঃ ! আমি পরলোকবিরুদ্ধে এবং আপনার সমক্ষে পাপ করিয়াছি ; অতএব আপনার আত্মজ বলিয়া পরিচিত হইবার উপযুক্ত নহি ; এখন জ - মাকে দাস ৰূপে নিযুক্ত করুন ” এই সঙ্কল্প করিয়া সে পিতার সমীপে গমন করিল । কিন্তু সে কিয়দূরে থাকিতেই তাহার পিতা তা হাকে দেখিয়া করুণাদ্র হইলেন, এবং সত্বর গিয়া তাহাকে আলিঙ্গন পূৰ্ব্বক চুম্বন করিলেন । পুত্ৰ কহিল ‘পিতঃ - আমি পরলোকবিরুদ্ধে ও আপনার সমক্ষে পাপ করিয়াছি; সুতরাং আপনার আত্মজ বলিয়া পরিচিত হইবার যোগ্য নছি। কিন্তু তাহার পিতা ভূত্যদিগকে বললেন ‘উৎকৃষ্ট পরিচ্ছদ অপনয়ন পূৰ্ব্বক ইহাকে পরিহিত করাও; ইহার অঙ্গুলিতে অঙ্গুরীয়ক ও পাদে উপানৎ দাও; স্থল পশুটিকে আনিয়া বধ কর; অাইস, আমরা ভোজন করি, এবং আনন্দযুক্ত হই; যেহেতু আমার পুত্র স্থত হইয়াছিল, এখন পুনর্জীবিত হইয়াছে; হারাইয়াছিল, এখন পাওয়া গিয়াছে।’ তাহারা, সকলেই এতদনুসারে উৎসব করিতে লাগিল। তৎকালে গৃহুেস্থের জ্যেষ্ঠ পুত্র