পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 5 & 8 J কছিল ‘ তোমার এই অঙ্গীকারপত্র লইয়া অশীতি লিখিয়া দাও (১৩) ? কাৰ্য্যাধ্যক্ষ বুদ্ধির কার্য করিয়াছিল বলিয় তাহার স্বামী তাহাকে ধন্যবাদ দিলেন (১৩১); যেহেতু ইহলোকে জ্ঞানালোকপ্রাপ্ত মহাত্মাদের অপেক্ষা সংসারচতুর লোকেরা অধিকতর বুদ্ধিমান বলয় বিজ্ঞাত হয় । আমি বলিতেছি, তোমরা সংসারের অবাস্তব ধনের সহায়তা দ্বারাও মিত্রলাভের চেষ্টা কর, যে কাল প্রাপ্ত হইলে তোমারদিগকে তাহারা নিত্যধামে সৎকার করিতে পারেন । অলপ বিষয়ে যে বিশ্বস্ত হয়, সে ধিক বিষয়েও বিশ্বস্ত ; এবং যে অপবিষয়ে অবিশ্বস্ত, সে অধিক বিষয়েও অবিশ্বস্ত । অনর্থের মুল যে অর্থ, যদি তৎসম্বন্ধে তোমরা অবিশ্বস্ত হও, (১৩০) এইৰূপ করাতে কাষাধ্যক্ষ প্রভূর নষ্ট ধনের টঙ্কার করিতেছে, এম৩ নহে; প্রতুতি, সে মিত্র লাভের চেষ্টা করিতেছে ; যেহেতু, যাহারা তাহার প্রভুর কোৰ হইতে ঋণ লইয়াছে, তাহারদের ঋণকে যদি অলপ করিয়৷ দায়, তবে সে কৰ্ম্মচু্যত হইলেও উপকৃত ব্যক্তিরা তাহাকে আশ্রয় পিতে পারে ; এতাবৎ অভিপ্রায় । {১৩১) তাৎপৰ্য্য—পরমেশ্বর বিশ্বৰূপ গৃহের অধিপতি স্বৰূপ, মনুষ্য তাহার কার্য ধ্যক্ষ ; সে অবনীরূপ ভfগুfগার হইতে বিস্তব দ্রব্য ব্যয় করিতেছে ; এক দিন তাঁহাকে কার্যfকার্য্যের বিবরণ প্রভু সমীপে উপস্থিত করিতে হইবে ; অতএব উহার উচিত এই যে দানাদি দ্বারা বন্ধু লাভ করিয়া রাখে ; কারণ সেই নিত্রের অন্তত প্রভুর নিকট কাকুক্তি বিনভি দ্বারা ও ত্বাহীর দণ্ডের লাঘব করিতে পারেন ।