পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ » ሲo ] ৰূপ উত্তমাবস্থা প্রাপ্ত হইয়াছিলে, ইলিয়াসর তদ্রুপ অধমাবস্থা প্রাপ্ত হইয়াছিল। এখন ইলিয়াসর সান্থন পাইতেছে, তুমি যাতনা পাইতেছ। এতদ্ব্যতীত তোমার এবং আমারদের মধ্যে এক মহা অর্থাত রছিয়াছে; এখনকার লোকে ইচ্ছা করিলে তোমারদের স্থানে যাইতে পারে না, এবং তোমারদের স্থানের লোকে ইচ্ছা করিলে এখানে অসিতে পারে না ।” তখন নরকস্থ ধনী কহিলেন ‘ তাত ? তবে আমার প্রার্থনা এই যে উহাকে আমার পিতার অলিয়ে প্রেরণ করুন; আমার আর পাচ সহোদর আছে; ইলিয়াসর গিয়া কছিলে তাহারা সাবধান ই ইয়া এই যাতনাজনক স্থানে আসিলে না।’ অব্রাহ্ম কছিলেন তাহারদের নিকট মুসা ও ঋষি প্রণীত শাস্ত্র আছে; তাহারা তদনুযায়ী চলুক।” ধনী পুনৰ্ব্বার বলিলেন তাত অব্রাহুম্! তাছা নছে; যদি কেহ মৃত হইয়া পুনঃ পৃথিবীতে প্রত্যাবৰ্ত্তন করে, তবে লোকে পাপ জন্য অস্ত্রতাপ করিতে পারে। তিনি উত্তর করিলেন ‘যদি তাহারা মুসা ও ঋষিদের উপদেশ না শুনে, তবে কেহ মৃত হইয়া পুনজীবিত হইলেও তাছারা সৎপথাবলম্বী হইবে না।’ ১৫৯* । তিনি শিষ্যদিগকে কছিলেন, নানা میبایستی تعبیه مفص- ب-همه ক্ষ লক ১৭ শ অ, ১ প্লে। ہم ـہ -- *