পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬০ ] করুন। কিয়ৎকাল প্রাড়িবাক তাহার কথায় বিশেষ প্রণিধান করিলেন না; পরে মনে মনে এই ৰূপ বিবেচনা করিলেন ‘যদিও আমি ঈশ্বরকে ভয় বা মনুষ্যের মর্যাদা রক্ষা না করি, তথাপি এই বিধবা অ।মাকে উত্ত্যক্ত করিতেছে বলিয়া উহার পক্ষে ন্যায় বিচার কৰ্ত্তব্য; নতুবা সে আমাকে সৰ্ব্বদা উত্ত্যক্ত করিবে। যিশু কহিলেন, সেই অধাৰ্ম্মিক প্রাড়িবাকের অভিপ্রায় শুনিলে? তবে,পরমেশ্বর, র্যাহার নিকটে ভক্তেরা অহনিশ স্তুতি বিনতি করিতেছে, তাহারদের প্রার্থনা পূর্ণ করিতে যদিও বিলম্ব করেন, তথাপি তাহারদের প্রতি কি ন্যায় বিচার করিবেন না? আমি বলিতেছি, তাহারদের-প্রতি ত্বরায় ন্যায় বিচার করবেন । তথাপি, নরপুত্র প্রত্যাগত হইয়া কি পৃথিবীতে শ্রদ্ধাকে বিরাজমান। দেখিবেন? - ১৬৩। ধাৰ্ম্মিকাভিমানী এবং পরদ্বেষ্টা ব্যক্তিদের উদেশে তিনি এই উপমাবাক্য কছিলেন দুই ব্যক্তি দেবমন্দিরে উপাসনার্থ প্রবেশ করিল; তন্মধ্যে এক জন ফিরুসি, ও অন্য জন শোলিকক । ফিরুসি দণ্ডায়মান হইয়া এই বলিয়া উপাসনা করিতে লাগিল । জগদীশ ! তোমাকে নমস্কার করি; যেহেতু আমাকে ইতর ব্যক্তিদের ন্যায়—উপদ্রবকারী,