পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬১ ] অন্যায়কারী, ব্যভিচারীর ন্যায়--এই শোলিককের ন্যায় হইতে হয় নাই । আমি সপ্তাহে দুই দিন উপবাস করি, এবং স্বীয় বিষয়ের দশমাংশ যথাস্থানে দিয়া থাকি। শৌকিক দূরে দণ্ডায়মান হইয়া উদ্ধ দুষ্টি পৰ্য্যন্ত করিল না; কেবল এতাবৎ উক্তি করত বুক্ষে করাঘাত করিতে লাগিল “ হে পরমেশ ! পাপাত্মা যে আমি, আমার প্রতি দয়াবান হও । আমি বলিতেছি, এই ব্যক্তি অপরের অপেক্ষা অধিকতর পবিত্র হইয়া গৃহে প্রতিগত হইল । যে আপনাকে উচ্চকরে, সে নীচীকৃত হুইবে ; এবং যে আপনাকে বিমাত করে, সে উচ্চীকত হইবে । ১৬৪ । তিনি স্পশ করবেন এই অভিপ্রায়ে কোন কোন ব্যক্তি কয়েকটি শিশুকে তাহার সমীপে আনয়ন করিল। শিষ্যেরা আনেতাদিগকে তিরস্কার করাতে যিশু বলিলেন, ক্ষুদ্র শিশুদিগকে অামার নিকটে আসিতে দাও ; নিষেধ করিও না; যেহেতু বৈকুণ্ঠধাম ঈদৃশ পদার্থ দ্বারাই পুর্ণ আছে। যথার্থ বলিতেছি, ক্ষুদ্র শিশু স্বৰূপ হইয়া ষে ব্যক্তি ঈশ্বরীয় রাজ্যকে গ্রহণ না করে, সে তন্মধ্যে প্রবেশ করিতে পারিবে না । ১৬৫ ৷ কোন • শাসনকৰ্ত্তা তাহাকে জিজ্ঞাসা করিলেন “ মঙ্গলময় স্বামিন ! কোন কৰ্ম্ম করিত্বে