পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩৩ ] \ হইয়াছি।’ তিনি কহিলেন, যথার্থ বলিতেছি, ঈশ্বরীয়রাজ্যের নিমিত্ত গৃহ, পিতা, মাতা, ভ্রাতা, স্ত্রী, পুত্রাদি পরিত্যাগ করিয়া ইহলোকে বহুগুণ বিষয় এবং পরলোকে নিত্যজীবন প্রাপ্ত হইবে না, এমত মনুষ্য নাই । ১৬৬* । তিনি কহিলেন, কোন ভদ্রব্যক্তি (১৩৫) রাজত্বলাভ করিয়া প্রত্যাগমন করিবেন, এই অভিপ্রায়ে বিদূরদেশে যাত্র করিলেন । তিনি দশ জন ভৃত্যকে (১৩৬) আকারণ পূৰ্ব্বক প্রত্যেককে দশটি স্বর্ণমুদ্র প্রদান করিয়া কছিলেন ‘আমার প্রত্যাবৰ্ত্তন পৰ্য্যন্ত ইহাই লইয়া ব্যবসায় কর । তাহার প্রজার। (১৩৭) তাহাকে ঘৃণা করত বলিয়া পাঠাইল যে ‘ইনি সামারদের উপর রাজত্ব করেন, ইহাতে অামারদের মত নাই । যাহা হউক, তিনি রাজত্ব লাভ করিয়া গৃহে প্রত্যাগত হইলেন, এবং যে ভৃত্যদিগকে অর্থ দিয়া যান, তাহারা ব্যবসায় দ্বারা কত লাভ করিয়াছে, ইহা জানিবার নিমিত্ত তাহারদিগকে আহবান করিলেন । এক ड्रउछ আসিয়া (১৩৫) যিশু আপনার সম্বন্ধে বলিতেছেন । (১৩৩) 歌* শিষ্যগণ । (১৩৭) অর্থাৎ খৃষ্ট্রের বিরুদ্ধ বিহুদীগণ। & * লুক, ১৯ শ অ ১২ শ্লো । i