পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ९७७ ! সরীকে কর প্রদান করা বিধেয় কি না?” তিনি এককালে তাঙ্কারদের ধূৰ্ত্ততায় প্রবেশ পূৰ্ব্বক বলিলেন, কেম আমাকে পরীক্ষা করিতেছ? একটি মুদ্র দেখাও; এই প্রতিমূৰ্ত্তি ও নাম কাহার ? তাহার উত্তর করিল ‘ কেসরীর । তিনি কছিলেন, অতএব কেসরীর যে বস্তু, তাহা কেসরীকে প্রদান কর; এবং পরমেশ্বরের বস্তু পরমেশ্বরকে প্রদান কর (৯০) । ইহাতে তাহার। সাধারণ লোকসমক্ষে তাহার বাগেদাষ ধরিতে পারিল না; এবং তাহার উত্তরে छक इहेज़ डूकौडुउ इद्देश । ১৬৮ ৷ তৎপর পরলোকনিহবকারী কয়েক জন সিদৃকি তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল স্বামিন মূসা লিখিয়া গিয়াছেন যে “যদি কোন ব্যক্তির ভ্রাত নিরপত্য স্ত্রী রাখিয়া মৃত হয়, তবে সে সেই স্ত্রীর পাণিগ্রহণ করিরা. বীজোৎপাদন করিবে ? অধুনা, সাত ভ্রাতা ছিল; তন্মধ্যে প্রথম ব্যক্তি বিবাহ করিয়া নিঃসন্তান মৃত হইল ; দ্বিতীয় ভ্রাতা ভ্রাতৃবধুর পাণিপীড়ন করিয়া নিঃসন্তান মৃত ইছল; এই ৰূপে তৃতীয়াবধি সপ্তম পর্যন্ত সকলেই সেই নারীর পাণিগ্রহণ করিয়া নিরপত্য থাকিয়! কালগ্রাসে পতিত হইল । সৰ্ব্বশেষ সেই নারীও মৃত হইল। পরলোকে সে কাহার সহধৰ্ম্মিণ