পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৮ ] পেক্ষা অধিক নিক্ষেপ করিয়াছে; কারণ উহার ধনের প্রাচুর্য্য হেতু দেবোদেশে দান করিল; প্রভূত এই যোষা দরিদ্রতা স্বত্বেও আপনার সর্বস্ব প্রদান করিলেক । * ১৭০৫ । নীকদীমঃ নামক এক ফিরুসি যিহু দিদের শাসনকৰ্ত্ত ছিলেন ; তিনি নিশাকালে যিশু সমীপে আসিয়া কছিলেন ‘স্বামিন আপনি যে পরমেশ্বরপ্রস্থাপিত উপদেষ্ট, তাহ আমরা জানি ; কারণ ঈশ্বর সহায় না থাকিলে আপনার কৃত লৌকিক কার্য সকল মনুৰ সাধ নয় । যিশু কছিলেন, যথার্থ কহিতেছি, মনুষ্য দ্বিতীয় জন্ম গ্রহণ না করিলে ঈশ্বরীয় রাজ্য দেখিতে পায় না । নীকদীমঃ জিজ্ঞাসিলেন মনুষ্য বৃদ্ধ হইয়া পনর্বার কি ৰূপে জন্মিবে? সেকি মাতার গর্ভে পুনঃ প্রবিষ্ট হইয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, তোমাকে যথার্থ বলিতেছি, যে ব্যক্তি জল দ্বারামাজিত না ईश, এবং আত্মিক জন্ম গ্রহণ না করে (১৩৮), সে ঈশ্বরীয় রাজ্যে প্রবেশ করিতে পায় না। যাক মাংস হইতে জন্মে, তাহা মাংস মাত্র; আর যtছ: ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS (১৩৮) অর্থাৎ যে ধৰ্ম্মবারিতে স্বান না করে, বা অজ্ঞান ভ হইতে জ্ঞানীলেীকে আগমন না করে।

  • * যোহন ৩ য় অ, ১ শ্লো ।