পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ? • J শান্তিপ্রচারকের (১২) ধন্য; যেহেতু তাহারা-অমৃতপুরুষের পুত্র (১৩) বলিয়া বিখ্যাত হইবেন। সত্যাবলম্বী (১৪) হইয়া র্যাহার ক্লেশ , স্বীকার করেন, তাহারা ধন্য; কারণ সুখরাজ্যে র্তাহার দের অরশ্ব অধিকার । আমার অনুগামী (১৫) হইয়াছ বলিয়া লোকে যখন তোমাদের মিথ্য। দুনাম করিবে, এবং তোমারদিগকে তিরস্কৃত ও নিপীড়িত করবে, তখন তোমরা ধন্য হইবে। [হে সৌম্য সকল!] আনন্দোৎফুল্ল হও; কারণ সুখ (১২) র্যাহার। আপনার শান্ত স্বভাল, এবং পৃথিবীতে কলহ ধিগ্ৰহাদির পরিবর্তে শান্তি সুখ প্রচারার্থ যত্নবান । (১৩) বাহার পরমেশ্বরের মাঙ্গল্য স্বভাব অনুকরণে চেষ্ট্র। করেন, ষ iহীর পবয়েশ্বরের অভিপ্রায়ানুযায়ী চলেন, বাহার ধৰ্ম্ম শরায়ণ, তাহfব ইব্রিয় ও অন্য কোন কোন ভাষায় ‘ঈশ্ববের পুত্ৰ’ বলিয়। উক্ত হন । এই ভাবেই বিশু ঈশ্বরের পুত্ৰ ’ বলিয়। উক্ত হইয়াছেন ; তবে বরিস্কার অথবা বিশেষৰূপে হিীকে ‘ঈশ্বরের পুত্ৰ’ বলিবরি তাৎপর্য্য এই যে তিনি বিশেষ ৰূপে ঈশ্বরের অভিপ্রায়ানুষায়ী বলিবার চেষ্টা করিয়া কৃতকাৰ্য্য হন। (১৪} ইচ্ছা পুৰ্ব্বক অত্যাচরিত হুইবার চেষ্টা করিকে, এমত নহে; কিন্তু সত্যাচরণ করিলে যদি সমস্ত পৃথিবী ও বিরুদ্ধ হয়, তথাপি সত্যাচরণ ত্যাগ করিবে না ; কারণ ধাৰ্ম্মিকের পুরস্কৰ্ত্ত এক সৰ্ব্বসাক্ষী পরমেশ্বর আছেন । (১৫) আমি ষে সত্যাবলম্বী, আমার ন্যfয় সত্যবিলম্বন করিয়াছ বলিয় । পৃথিবীর সুখ দুঃখ অচিরস্থায়ী ; যে নিত্য সুখের অভিলাষ রাখিবে, সে ঈশ্বরের অভিপ্রায়ানুযায়ী চলিবে । 穩