পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s१ ] সৰ্ব্ববিধ লোকের প্রতি উদয় করাইতেছেন, এবং ধাৰ্ম্মিক, অধাৰ্ম্মিক সকলের প্রতিই সমানৰূপে বৃষ্টি প্রেরণ করিতেছেন। যাহার তোমারদের প্রতি প্রীতি করে, যদি কেবল তাহারদেরই সহিত সৌহার্দ রাখ, তবে তোমারদের বিশেষ পুরস্কারে আর অধিকার কি ? ইতর করগ্রাহকেরাও (৩৩) কি তাহ। করে না? যদি আত্মীয়লোকদিগকেই কেবল নমস্কার কর, তবে আর সে কায্যের গৌরব কি? বৰ্ব্বরেরাও কি তাহা করে না? অতএব তোমাদের পরমপিতা যাদৃশ পূর্ণস্বৰূপ, তোমরা ও তাদৃশ পূর্ণ হও। ৭* ! তোমারদের কতৃ কায্য সকল সাধারণ লোaকর দৃষ্ঠ হইবে, এজন্য উৎসুক হইও না; হইলে পরমপিতা হইতে পুরস্কার পাইবার অযোগ্য হইবে। ভগুতাপসেরা সুখ্যাতি লাভ নিমিত্ত দেবালয় বা পথিমধ্যে তুরীবাদন পূর্বক যেমন দান ক্রিয়" সম্পন্ন করে, তোমরা সে ৰূপ করিও না । বলিতেছেন । পুত্র যেমত সহজে পিতার চরিত্র অভ্যাস করে, সেই ৰূপ পরমপিতার চরিত্রকে আমারদের অনুকরণ করিবার চেষ্টা করা আবশ্যক । , - (৩৩) করগ্রাহক, শৌকিক, ভূপতির পক্ষ হইয় যাহার কর আদায় করিত। যিহুদীরা এই বৃক্তিকে নিতান্ত নীচ বলিয়া বিবেচনা করিপ্ত

  • भषि ४ # स्र ।