পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ૨૩ J তোমারদের মধ্যে কাহার ও পুত্র যদি অন্ন চায়, তাহাকে কি প্রস্তর দিয়া থাক ? কিম্বা সে যদি মৎস্য চায়, তাহাকে কি সপ দিয়া থাক ? তোমরা মন্দ স্বভাব হইয়া ও যদি পুত্রদিগকে উত্তম বস্তু দিতে জান, তবে প্রার্থনাকারীকে পরমপিতা কি উৎকৃষ্টতর বস্তুই প্রদান করিবেন ! অতএব পরে তোমার প্রতি যাদৃশ ব্যবহার করিলে তুষ্ট হও, পরের প্রতি তাদৃশ ব্যবহার কর; কারণ, সমস্ত ধৰ্ম্মশাস্ত্র ও ভবিষ্যশাস্ত্রের মৰ্ম্ম এতাবন্মাত্র। ১৬। অপ্রসারিত দ্বার দিয়া প্রবেশ কর (s৩) । বিনাশের দ্বার ও পথ অতি প্রসারিত;অনেকেই তদ্বারা প্রবেশ করিতেছে । কিন্তু জীবনের পথ অতি সরল ও অপ্রসারিত; অল্প লোকে সে পথ দেখিতে পায় । ১৭। অন্তরে নিষ্ঠুর রক স্বৰূপ, অথচ বাহিরে মেঘের বেশ (৪৪) ধারণ করিয়া আইসে যে প্রতারক সকল, তাহারদের বিষয়ে সাবধান হও । ফল দ্বারা তাহারদের পরিচয় পাইবে । কণ্টকবন হইতে কি দ্রাক্ষা আহৃত হয়? না শৃগালকন্টকে উড়ম্বর (৪৩) পৃথিবীর বর্তমা অবস্থা এই ৰূপই বটে যে অধিক লোক পাপানুষ্ঠান করে, অম্পেই ধৰ্ম্মপরায়ণ হয় । অতএব অনেক লোক কোন বিষয়কে মান্য করিলেই যে তাহ যথার্থভঃ মান, এমত নহে । (৪৪) মেষের বেশ অর্থাৎ নম্র নির্দোষ ভাব ।