পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

அர উৎকণ্ঠিত, তাহার ক্লাবন নষ্ট হইবে (৬৩); আমার নিমিত্ত যে জীবন দায়, সে জীবন প্রাপ্ত হইবে। २.¢ t Cय তোমারদিগকে সৎকার করিবে, সে আমার সৎকার করিৰে; এবং ষে আমাকে সৎকার করিবে, সে আমার প্রেরবিতাকে সৎকার করিবে । পরমেশ্বরের প্রেরিত বলিয়া যে কেহ কোন উপদেষ্টাকে সৎকার করে, সে উপদেষ্টার তুল্য পুরস্কার পায়; সৎস্বভাব বলিয়া যে কেহ কোন সদব্যক্তিকে সৎকার করে, সে সদ্ব্যক্তির তুল্য পুরস্কার পায়; এবং আমার শিষ্য বলিয়া যে কেহ আমার ক্ষুদ্রতম শিষ্যকে এক গণ্ডুৰ শীতল জল পান করিতে দিবে, যথার্থ বলিতেছি, তাহার পুরস্কারের অন্যথা হইৰে नीं । ২৬। সেই সময়ে যিশু কছিলেন, হে পিঙ্গ হে পৃথিবী ও ত্রিদিবপতি ! তোমাকে অগণ্য ধন্যবাদ। (৬৩) যে জীবনে পরমেশ্বরের অভিপ্রেত সুখের ভোগ হয়, সেই জীবনই জীবন তদ্ভিন্ন জীবন মৃত্যু তুল্য। ষে ব্যক্তি পরমেশ্বরের অভিপ্রায়ানুযায়ী চলে, সে নিত্য সুখ প্রাপ্ত হইবে এবং ষে ব্যক্তি ইহ লোকের ইপ্রিয়সুখাদির প্রতি অনুরাগ বশতঃ পরত্রে অজস্র সুখর্কে অবহেলা করিৰে সে যথার্থ সুখ হইতে বঞ্চিত হইবে ।

  • शूचि $3 * ख्ञ २& täीं ।