পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I 8 y | গুলি বীজ পথিপার্শ্বে পতিত হইয়া পক্ষীগণ কর্তৃক প্রত্যবসিত হইল। অপিচ কতকগুলি বীজ অলপ মৃত্তিক বিশিষ্ট প্রস্তরময় ভূমিতে পড়িল; মৃত্তিকার গভীরতা না থাকাতে বীজসকল ত্বরায় অঙ্কুরিত হইল বটে, কিন্তু দিবাকর উদিত হইয়া সেই মূলবিহীন অঞ্জুরসকলকে দগ্ধীভূত এবং শুষ্ক করিয়া ফেলিলেন। কতকগুলি বীজ কণ্টকবনে পতিত হইল; কন্টক সকল উন্নত হইয়া বীজদিগকে বৰ্দ্ধিত হইতে দিল না । কিন্তু কতকগুলি বীজ উৰ্ব্বয়া মুক্তিবায় পতিত হইয়া কোথাও শত গুণ, কোথা ও ষষ্টিগুণ, কোথাও বা ত্রিশগুণ শস্য উৎপাদন করিল যাহার, কর্ণ আছে, শ্রবণ করুক । ৩২ । তখন র্তাহার শিষ্যেরা নিকটবৰ্ত্তী হইয়া জিজ্ঞাসা করিল ‘আপনি উপমাবাক্যে ইহারদিগকে কহিতেছেন কেন?' তিনি উত্তর করিলেন, সুখরাজ্যের যে অভিনব উপদেশ, তাহা বুঝিতে তোমারদেরই অধিকার অাছে, উহারদের নাই (৭২) । যাহার কিছু সঞ্চয় আছে, তাহাকেই অধিক প্রদত্ত (৭২) শিশুর বাক্যের এই ৰূপ তাৎপৰ্য্য হইতে পারে : আমি উহারদিগকে পুনঃ পুনঃ স্পষ্টৰূপে উপদেশ দিয়াছি; তাহ শুন দূরে থাকুক, বরঞ্চ তাহার। আমার অনিষ্ট চাই। করিয়াছে; অতএব উহাদের পরমার্থ ইত্ত্বে অধিকার নাই বলিলে হয়। এখন আমি উপমা বাক্য দ্বার উপদেশ দিতেছি,