পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8心 ধাৰ্ম্মিকমনুষ্য স্পৃহা প্রকাশ করিয়াছেন, কিন্তু দেখিতে পান নাই—শুনিতেও পান নাই । ৩৩ i বীজ বাপক বিষয়ক ৰূপকের ম শুন । কোন ব্যক্তি মুখরাজ্যের উপদেশ শুনে, কিন্তু হৃদঙ্গম করে না; তদীয় হৃদয়রোপিত বীজকে পাপ আসিয়া অপহরণ করে; এই ব্যক্তি পথিপাশ্বে বীজ প্রাপ্ত হয়। কোন ব্যক্তি আবার ধৰ্ম্মোপদেশ শুনিয়া আহলাদ পুৰ্ব্বক গ্রহণ করে ; কিন্তু সেই উপদেশ তাহার মনে বদ্ধমুল হয় না, কেবল কিয়ৎকাল জীবিত থাকে; অর্থাৎ উপদেশের হেতুক ক্লেশ বা বিপত্তি উপস্থিত হইলেই সে ব্যক্তি বিরক্ত হইয়া উঠে; এই ব্যক্তি প্রস্তরময় স্থানে বীজ প্রাপ্ত হয় । অপিচ কোন ব্যক্তি ধৰ্ম্মোপদেশ শুনে বটে, কিন্তু ংসারভারে ভারাক্রান্ত ও ধনের দ্বারা প্রবঞ্চিত, সুতরাং নিস্ফলবান হইয়া পড়ে; এই ব্যক্তি কণ্টকবনে বীজ প্রাপ্ত হয় । কিন্তু ষে ব্যক্তি ধৰ্ম্মোপদেশ শুনিয়া হৃদয়ঙ্গম করে, এবং ফলবান হইয়া শত গুণ, কি ষষ্টি গুণ, কিম্বা ত্রিশ গুণ ফল উৎপন্ন করে, সেই ব্যক্তিই উত্তম ভূমিতে বীজ প্রাপ্ত হয়। - ৩৪ । তিনি আর একটি ৰূপকবাক্য তাহারদের প্রতি উল্লেখ করিলেন । ধৰ্ম্মরাজ্য কোন এক ব্যক্তির সদৃশ, যিনি স্বীয় ক্ষেত্রে উত্তম