পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I go i অনিষ্ট করিতে পারিবে না । আমি তোমাকে ধৰ্ম্মরাজ্যের কুঞ্জিকা প্রদান করিব, এবং তুমি ইহুলোকে যাহা বদ্ধ করিবে, তাহা পরলোকে বদ্ধ হইবে ; ও ইহলোকে যাহা মুক্ত করবে, তাহা পরলোকেও মুক্ত হইবে (৭৯)। তৎপর যিশু বলিলেন, আমি যে খৃষ্ট যিশু, ইহা কাহাকেও বলিও না। ৪২ । সেই সময়াবধি যিশু, ফিরুশালেমে গিয়া প্রাচীনবর্গ, যাজকগণ, ও অধ্যাপকদের দ্বারা অত্যাচরিত ও নিহত হইবেন, এবং তৃতীয় দিবসে পুনব্রুথান করিবেন, এই সকল কথা শিষ্যদের নিকট ব্যক্ত করিতে অরিন্ধ করিলেন । ইহাতে পিতর তাহার কথা ধরিয়া ভৎসনা করিলেন প্রভো ! ইহা দূরে থাকুক, তোমার পক্ষে ইহা কদাপি ঘটিবে না । যিশু ফিরিয়া পিতরকে কছিলেন, রে পাপপুরুষ দূর হ ; তুই আমার প্রতিবাধক স্বৰূপ হুইতেছিস্ ; কারণ তুই ঐশ্বরিক কথার মান না রাখিয়া মানবিক কথার মান রাখিতেছিস্ (৮০)। (৭৯) অর্থাৎ ভূমি যাহা নিষিদ্ধ করিবে, তাহ ঈশ্বরের ব্যবস্থ দ্বার নিষিদ্ধ জানিবে; এবং তুমি যাহা বৈধ করিলে, তাহ পরমেশ্বরের ব্যবস্থাসিন্ধ জানিবে । 穩 (৮০) পিতরের বাক্য দ্বারা তাহার বিষয়াসক্তি প্রকাশ পাইতে ছিল ; কারণ তিনি বিবেচনা করিতেছিলেন না যে অকুতোভয়ে ধর্ম প্রচার করিতে গেলে জগ্রেই প্রাণপণ করা আবশ্যক; এই জন্য তিনি তিরস্থত হইলেন।