পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ &S I ৪৩। • পরে যিশু শিষ্যদিগকে সম্বোধিয়া কছিলেন, যে আমার অনুবর্তী হইতে চায়, সে ভোগলালসা পরিত্যাগ করুক, এবং ক্লেশম্বীকারের চিহ্ন স্বৰূপ শ হস্তে আমার পশ্চাদগামী হউক ; কারণ যে ব্যক্তি স্বীর জীবন রক্ষার্থ উৎকণ্ঠিত হইবে, তাহার জীবন নষ্ট হইবে, এবং যে কেহ আমার নিমিত্ত প্রাণ সমৰ্পণ করিবে, সে নিত্যজীবন প্রাপ্ত হইবে । যদি কোন ব্যক্তি স্বীয় আত্মাকে নষ্ট করে, তবে তাহার সমুদায় পৃথিবী অধিকার করিয়াও লাভ কি ? আত্মার বিনিময়ে কি দেওয়া যায়? এক সময়ে নরাত্মজ পরমপিতাপ্রদত্তপ্রভাবে বিভূষিত হইয়া স্বীয়াধীন দেবগণ সঙ্গে আগমন করিবেন, এবং প্রত্যেক ব্যক্তির প্রতি কৰ্ম্মামুযায়ী ফল বিধান করিবেন। যথার্থ বলিতেছি, উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেহ কেহ মৃত হইবার পূৰ্ব্বেই নরায়জের স্বীয়রাজ্যে আগমন প্রত্যক্ষ করিবেক । ৪৪* । এক সময়ে ষিশুর সমীপে শিষ্যেরা আসিয়া জিজ্ঞাসা করিল ‘ ধৰ্ম্মরাজ্যে মহত্তম ব্যক্তি কে ? যিশু একটি শিশুকে আহবান পূৰ্ব্বক তাহারদের মধ্যে আসীন করিয়া কছিলেন, যথার্থ বলিতেছি, ধৰ্ম্মোপদেশপ্রভাবে যে ব্যক্তি শিশুদের তুল্য সরল

  • মধি ১৮ শ অ ।