পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৫২ ] চিত্ত না হইবে, সে মুখরাজ্যে প্রবেশ করিতে পারিবে না; অতএব যে ব্যক্তি আপনাকে এই ক্ষুদ্র শিশুটির তুল্য বিনীত করবে, সেই সুখরাজ্যে মহত্তম হইবে। যে ব্যক্তি আমার নামে ঈদুশ একটি ক্ষুদ্র শিশুর সৎকার করে, সে অামার সৎকার করে। কিন্তু অস্মৎপ্রতি শ্রদ্ধাকারী এবস্তপ্রকার ক্ষুদ্র নিরীহ পদার্থের মধ্যে একটিকেও যে ক্লেশ দায়, তাহার গলদেশে শিলাভারগ্রস্ত হইয়া সমুদ্রগৰ্বে নিমগ্ন হওয়া শ্রেয়স্কর । ৪৫. আমার মত স্থাপন পক্ষে বিঘ্নপূর্ণ ঘে পৃথিবী, তাহাকে ধিক বিস্ত্র হওয়া বিচিত্র নছে ; কিন্তু যে ব্যক্তি বিঘাতী হয়, তাহাকে ধিক! যদি তোমার হস্ত কিম্বা পদ প্রভূহের কারণ হয়, তবে তাহারদিগকে ছেদন পূৰ্ব্বক দূরে নিক্ষেপ কর; দুই হস্ত বা দুই পদ সহিত নিত্য নিরয়ায়িতে পতিত হইবার অপেক্ষা বিকলাঙ্গ বা খঞ্জ হইয়া কৈবল্যধামে প্রবেশ করা শ্রেয়ংকল্প। যদি তোমার চক্ষু বিক্সের কারণ হয়, তবে তাহাকে উৎখাত করিয়া দুরে নিক্ষেপ কর; দুই চক্ষু সহিত নিরয়াগ্নিতে পতিত হইবার অপেক্ষা কাণ হইয়া সুখরাজ্যে প্রবেশ করা উত্তম। সাবধান, যেন এইৰূপ ক্ষুদ্র শিশুদের মধ্যে একটিকেও অবজ্ঞা করিও' না; কারণ বৈকুণ্ঠে