পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ હાન ]’ কোন সৎকৰ্ম্ম জামার অনুষ্ঠেয়?” তিনি কছিলেন, আমাকে মঙ্গলালয় কেন বল ? এক পদাৰ্থ ব্যতীত অপর কেহ মঙ্গলালয় নহে : তিনি পরমেশ্বর। যদি নিত্যজীবন লাভার্থ বাসনা থাকে, তবে পরমেশ্বরের জাজ্ঞা প্রতিপালন কর । সে ব্যক্তি জিজ্ঞাসা করিল ‘কোন আজ্ঞা ?’ যিশু কছিলেন, ‘ নরহত্যা করিবে মা, ব্যভিচার করিবে না, পরের দ্রব্য অপহরণ করিবে না, কুট সাক্ষা দিবে না; পিতা মাতাকে ভক্তি করবে, এবং প্রতিবেশীকে আত্মতুল্য প্রীতি করবে। যুবা কহিল ‘আমি অপবয়স অবধি এই সমস্ত আজ্ঞা প্রতিপালন করিয়া আসিয়াছি; আমার আর ক্রটি কি ?’ যিশু কহিলেন, যদি পূর্ণ হইবার অভিলাষ রাখ, তবে তোমার বিষয়সম্পত্তি বিক্রয় পূর্বক দরিদ্রদিগকে ধন বিতরণ কর, পরলোকে প্রচুর ঐশ্বৰ্য্য পাইবে; এবং আমার অনুগামী হও । এই বাক্য শুনিয়া যুবা ব্যক্তি বিমর্ষ হইয়া প্রস্থান করিল ; কারণ তাহার বিস্তর বিষয়সম্পত্তি ছিল । ৫৩। যিশু শিষ্যদিগকে বলিলেন, যথার্থ বলিতেছি, ধনীব্যক্তির পক্ষে মুখরাজ্যে প্রবেশ সাতিশয় দুৰূহ কৰ্ম্ম; স্কুচিকার ছিদ্র দিয়া উষ্টের গমন করা যাদৃশ কাৰ্য্য, ধনীব্যক্তির মুখরাক্ল্য প্রবেশ তদপেক্ষা কঠিনতর। শিষ্যেরা ইহা শুনিয়া বিস্মিত হইল,