পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৩ ] ৫৭ অপর দশ শিষ্যেরা উভয় ভ্রাতার স্পৰ্দ্ধার কথা শুমিয়া রোষপরবশ হইলেন । কিন্তু যিশু র্তাহারদিগকে এই বলিয়া প্রবোধ দিলেন, তোমরা ইহা অবগত আছ যে মেচ্ছদের মধ্যে রাজার সাধারণলোকের উপর রাজত্ব বিস্তার করে, ও মহৎপ্রসিদ্ধ লোকেরাও তাহারদের উপর প্রভুত্ব করে । কিন্তু তোমারদের মধ্যে এ নিয়ম থাকিবে না; যে তোমারদের মধ্যে মহত্তম হইতে চায়, সে তোমাদের পরিচারক হউক; যে তোমারদের মধ্যে প্রধানতম হইতে চায়, সে তোমারদের সেবক হউক (৮৫); দেখ, নরপুত্র পরিসেবিত হইবার নিমিত্ত আসেন নাই ; প্রত্যুত সেবা করিবার নিমিত্ত ও বহুলোকের হিতকম্পে প্রাণ সমপর্ণ নিমিত্ত আসিয়াছেন। ৫৮* । তিনি যৎকালে দেবায়তনে প্রবেশ পূৰ্ব্বক উপদেশ দিতেছিলেন, তখন প্রধান ঋত্বিক ও প্রাচীন বর্গ আসিয়া কছিল ‘কোন ক্ষমতায় তুমি এই ৰূপ ব্যবহার করিতেছ? কোন ব্যক্তিই বা তোমাকে, ক্ষমতা দিলেক ? যিশু উত্তর করিলেন, আমিও: مي একটি কথা তোমাৰুধিকে জিজ্ঞাসা করি, যদি, (৮৫) মিনি পৃথিবীর উপকারে জীবন সমৰ্পণ করেন, তিনিই মহন্ধ্যক্তি ধন ব8পদ দ্বারা যথার্থ মহত্ব হয় না। sk. মথি ২১ শ অ ২৩ শ শ্লো । k o