পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 ৩৮ ] ৰূপে স্বীয় স্বীয় কৰ্ম্মে গমন করিল ; অবশিষ্টেরা ভূতাদিগকে যন্ত্রণা দিয়া বিনষ্ট করিল। * झे छ् শ্রবণ করিয়৷ মহাক্রোধপরতন্ত্র হইলেন; এবং সেনানী প্রেরণ পূৰ্ব্বক সেই ঘাতকদিগকে বিধংস করলেন,এবং তাহাদের নগরকে দগ্ধীভুত করিলেন। পরে দাসবর্গকে কহিলেন “ বিবাহ ব্যপার প্রস্তুত; নিমন্ত্রিতের উপযুক্ত পাত্র নহে। অতএব রাজবৰ্ম্মে গিয়া ষত লোক দেখিবে, সকলকে বিবাহে আহবান কর। এতদনুসারে দাসের রাজপথে গিয়া উত্তমাধম সৰ্ব্ববিধ লোককে আহবান করিল ; ইহাতে বিবাহ সভা আগন্তু দ্বারা পূর্ণ হইল। পরে নৃপতি ঘৎকালে আগন্তু দর্শনে সমাগত হইলেন, তখন উদ্ধাহবসন পরিধান করে নাই, এমত এক ব্যক্তি তাছার দৃষ্টিপথে পতিত হইল। রাজা তাহাকে সম্বোধিয়া কহিলেন “বন্ধো ! উদ্বাহবসন ধারণ না করিয়! কি ৰূপে এই সভায় আইলে ?” সে ব্যক্তি নিরুত্তর রছিল। তখন রাজা ভূত্যবৃন্দকে আদেশ করিলেন * হন্ত পদ বন্ধন করিয়া ইহাকে বহিঃস্থ অন্ধকারে নিক্ষেপ কর ; যথায় রোদন এবং দশনঘর্ষণধনি ক্রত হয় (৮৯) । এই ৰূপে অনেকে অদ্ভুত, কিন্তু অলপ লোক মনোনীত হয় । {r৯) তাৎপৰ্য্য—পরমেশ্বর সুখধ্যমে আনন্দ প্রদান