পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I he l মুর্জি ও নাম অঙ্কিত আছে ? তাহার কfছল * কেসরীর । তিনি কহিলেন, তবে ীের যে বিষয়, তাহ কেসরীকে দাও; কিন্তু পরমেশ্বরের যে বিষয়, তাহা তাহাকে দিতে ভুলও না (৯) । তাহার। এই কথা শুনিয়া আশ্চর্য্য জ্ঞান করিল, এবং তাহাকে পরিত্যাগ পূৰ্ব্বক প্রস্থান করিল। ৬৩। সেই দিবসেই অপরত্রবাদী সিদুকিরা আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল স্বামিন মূসা বলেন যে “ যদি কোন ব্যক্তি নিঃসন্তান হইয়া কাল, গ্রাসে পতিত হয়, তবে তাছার ভ্রাতা ভ্রাতৃজায়াকে বিবাহ করিয়া ফলোৎপাদন করবে। অধুনা, আমারদের মধ্যে সাত ভ্রাতা ছিল । সৰ্ব্বজ্যেষ্ঠ বিবাহু করিয়া মুত হইল ; এবং সন্তান না থাকাতে তৎপত্নী দ্বিতীয়ের অধিকারে পড়িল; পরে দ্বিতীয়ারধি সপ্তম ভ্রাতা তদ্রুপ সেই যোষার পাণি গ্রহণ করিয়া মৃত হইল। সৰ্ব্বশেষ সেই রমণীও মৃত্যু সহ সাক্ষাৎকার করিল। পরলোকে সে বনিত। কাহার সহধৰ্ম্মিণী হইবে? সকলেই তাহার পানিপীড়ন করিয়াছে।’ যিশু উত্তর করিলেন, তোমরা ভ্রান্ত (৯০) অর্থাৎ পৃথিবীর রাজকীয় ব্যবস্থা, এবং পরমেশ্বরের ব্যবস্থা উভয়েকেই মান্য কর।