পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ 1 স্কন্ধে অপর্ণ করেন, কিন্তু সে সকলকে আপনার অঙ্গুলি রাও স্পর্শ করেন না। তাহারা যে কোন ক্রিয়া করেন, তাহা কেবল লোকপ্রদর্শনার্থ। তাহারা প্রসারিত লামাবলী ধারণ করেন, এবং বস্ত্রের শোভনয়জুসকলকে দীঘ করেন (৯২); তাহারণ ভোজনকালে উচ্চস্থল এবং সমাজমধ্যে প্রধান আসন গ্রহণ করেন; বিপণিস্থানে লোকে তাহার- ; দিগকে প্রণতি পূর্বক স্বামিন’ বলিয়া সম্বোধন করে, ইহা তাহারদের একান্ত অভিলাষ। কিন্তু হে সৌম্যগণ ! তোমরা স্বামি বলিয়া সম্বোধিত হইকীয় । নিমিত্ত ব্যগ্র হইও না; খৃষ্টই কেবল তোমাদের একমাত্র স্বামী; তোমরা সকলে পরস্পর ভ্রাতুস্বৰূপ। পৃথিবীতে কোন ব্যক্তিকে পিতা বলিও না; কারণ সেই এক পরমপিতাই তোমাদের জনক। প্ৰভু বলিয়া উক্ত হইতেও অভিলাষ রাখিও না ; কারণ ", খৃষ্টই তোমাদের একমাত্র প্রভু ! যে কেহ তো মাদের মধ্যে শ্রেষ্ঠতম হইতে ইচ্ছা করেন, তিনি ' সকলের সেবক ইউন । যে আপনাকে উচ্চ করিবে, ৯২) বিহুদীরা অন্যানা জাতি হইতে আপনাবদিগকে বিশেষ করিবার নিমিত্ত পরিধেয় বস্ত্রে সুত্রগুৎস অর্থাৎ ধোৱন ? দিত ; এবং ফিরুসির আপনারদিগকে অধিকতব ধাৰ্ম্মিক বলিয়া জানাইবার জন্য সেই সকল ভূত্রগুৎসকে দীর্ঘতর করিত।