পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १भ्र' ] আসেন, তিনি ধন্য’ একথা না বল, তাবৎ আর তোমরা আমাকে দেখিতে পাইবে না (৯৬) ৭০%। সতক থাক; কারণ ইহা তোমরা অবগত সহ যে কোন সময়ে অধিস্বামী সমাগত হইবেন । ইহা জান যে গৃহস্থ যদি জানিতে পারে কোন সময়ে তস্কর আসিবে, তবে সে সতর্ক থাকে, এবং গৃহে ও সন্ধি খনন করিতে দায় না। অতএব প্রস্তুত থাক, কারণ যে সময়ে নরপুত্ৰ আসিবেন, তাহা তোমারদের বিবেচনায় অগম্য । তদ্ব্যতীত আর বিশ্বস্ত বুদ্ধিমান ভূত্য কে, যাহাকে তাহার প্রভু স্বীয় আলয়ের পরিজনবর্গের ভোজ্যাদি প্রদান জন্য গৃহাধ্যক্ষৰূপে নিযুক্ত করিয়া যান? ধন্য সেই ভূতা, যদি তাহার প্রভু প্রত্যাবৰ্ত্তন করিয়া তাছাকে অণদিষ্ট কার্যে নিযুক্ত দেখেন। যথার্থ বলিতেছি, গৃহস্বামী সেই ভূত্যকে সৰ্ব্ববষয়ের অধ্যক্ষ করবেন। কিন্তু যে ‘প্রভু আসিতে বিলম্ব করিতেছেন? ইহা ভাবিয়া সহভুতাদিগকে প্রহার করে ও মদ্যপায়ীদের সহিত পান ভোজন করে, সে কি-অধম ভৃত্য! সেই ভূত্য যে দিন এবং ক্ষণ না জানিতে পারিতেছে, 喙。 "(৯৬) অর্থাৎ যাবৎ অনুতাপ না করিতেছ, তাবৎ সত্যধৰ্ম্মসুখ প্রাপ্ত হুইবে না।

  • মথি ২৪ শ অ ৪২ শ শ্লো ।