পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

L -૩ | রাজা উত্তর করবেন যথার্থ বলিতেছি, আমার ভ্ৰাতৃবর্গের মধ্যে যখন এক ক্ষুদ্র ব্যক্তির ੱਚੈ। তোমরা ঈদৃশ ব্যবহার করিয়াছ, তখন ইহাতে আমারই উপরুতি হইয়াছে । তখন তিনি বামদিকস্থদিগকে সলিবেন ‘রে পাপিষ্ঠ সকল ! পাপপুরুষ ও তাছার অনুচরগণের নিমিত্ত যে অজস্রাগ্নি প্রস্তুত আছে, তাছাতে গিয়া পতিত হও । আমি ক্ষুধিত ছিলাম, তোমরা অন্ন দাও নাই; আমি তুষ্ণাৰ্ত্ত ছিলাম, তোসর: পানীয় দাও নাই; আমি অভ্যাগত ছিলাম, তোমরা গ্রহণ কর নাই; নগ্ন ছিলাম, তোমরা বস্ত্র দী ও নাই; পীড়িত ও কারাবদ্ধ ছিলাম, তোমরা আমার নিকট আগমন কর নাই ? তাহারা কহিবে ‘প্ৰভো! কোন সময়ে আমরা আপনাকে, ক্ষুধিত বা ভূষিত, বা অভ্যাগত বা নয়, বা পীড়িত, বা কারাবদ্ধ দেখিরা আপনাব উপকার করি নাই ? তিনি উত্তর করিবেন " যথার্থ বলিতেছি, তোমরা ই গরদের মধ্যে এক ক্ষুদ্র ব্যক্তির উপকার যখন কর নাই, তখন আমারও উপকার কর নাই । ইছর নিত্যস্থায়ী ক্লেশ ভোগ করবে, কিন্তু ধাৰ্ম্মিকেরা নিত্যজীবন প্রাপ্ত হইবেন (১০১) 1, (১-১) কোন কোন ভাষ্যকারের মতে খৃষ্ট এই স্থলে আপনাকে ধর্মের সহিত অভেদ করিয়া বলিয়াছেন —Notron,