পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ vo ] আর ও বলিলেন, বিশ্রামবারের জন্য মনুষ্য হয় লাই, মনুষ্যের জন্য বিশ্রামবার হইয়াছে; অতএব নরপুত্র বিশ্রামবার হইতে ও শ্রেষ্ঠ (৬৬–৭°)। ৭৭* ৷ একদা উপহার মাতা ও ভ্রাতৃগণ সাক্ষাৎকার নিমিত্ত আসিলেন, এবং বাহিরে দণ্ডায়মান হইয়া লোক দ্বারা তাহাকে অভিমন্ত্রণ করিলেন । তৎকালে বহুলোক তাহার চতুর্দিকে বসিয়াছিল ; তাহারা কছিল ‘ আপনার মাতা ও ভ্রাতার বহিদেশে আপনার তত্ত্ব জিজ্ঞাসা করিতেছেন । তিনি কছিলেন, আমার মাতা কে? আর ভ্রাতাই বা কে ? এবং চতুৰ্দ্দিকস্থ ব্যক্তিৰূহের প্রতি নেত্রপাত করিয়া কহিলেন, এই আমার মাতা ও ভ্রাতৃগণকে দেখ! যিনি পরমেশ্বরের আদেশানুযায়ী চলেন, তিনিই আমার ভ্রাতা, ভগিনী এবং মাতা । ৭৮+ । তিনি তাহারদিগকে উপমণবাক্য দ্বার বিস্তর উপদেশ দিলেন; কছিলেন, অবধান কর : এক বীজবাপক বীজবপনার্থ গমন করিল ; বপন করতে করিতে কতকবীজ পথিপার্শ্বে পত্তিপ্ত হইঞ্জ এবং বিহঙ্গমেরা আসিয়া সমুদায় প্রত্যবসান করিল। অপিচ, কতক বীজ মৃদ্ধিহীন প্রস্তরময় স্থানে পতিত e مساحم * মাক ৩ য় অ ৩১ শ শ্লো । † মার্ক, ৪ থ আ ২ য় শ্লো ।