পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నe 1 যে মানে অন্যকে দ্রব্য দিবে, সেই মানে নিজে পাইবে । যাহারদের শুশ্রীষা আছে, তাহারদিগকে সমধিক প্রদত্ত হইবে । যাহার অাছে, তাহাকে প্রদত্ত হইবে ; যাহার নাই, তাহার ষাহ কিছু আছে, তাহাও গৃহীত হইবে (৭৩)। ৮১ । তিনি বলিলেন, ধৰ্ম্মরাজ্যের ভাব ঈদুশ: কোন ব্যক্তি ভূমিতে বীজ রোপণ করে, এবং তন্নিকটে অহৰ্নিশ আনুপূৰ্ব্বী নিদ্রিত ও জাগরিত হয়; কিন্তু কি ৰূপে বীজ অঙ্কুরিত হইয়া বৰ্দ্ধিত হয়, তাহ জানিতে পারে না; কারণ বসুমতী স্বতঃই ফলোৎপাদন করেন, প্রথমে পত্র, পরে কর্ণ, সৰ্ব্বশেষ কর্ণে শস্য উৎপন্ন হয় । ফল উৎপন্ন হইলে যখন সংগ্ৰহ সময় উপস্থিত হয়, তখন বীজবাপক কৰ্ত্তী দ্বারা শস্য ছেদন করে । * ৮২* ] তিনি বলিলেন, কাহার সহিত ধৰ্ম্মরণজ্যের উপমা দিব ? কাহার সহিত ইহার তুলন। করিব? ইহা একটি অতসীবীজ সদৃশ, তাহ ষৎকালে রোপিত হয়, তখন ভূগৰ্ভস্থ সৰ্ব্বপ্রকার বীজের অপেক্ষা ক্ষুদ্রতম থাকে । কিন্তু রোপিত হইলে বৰ্দ্ধিত হইয়া সৰ্ব্ববিধ শাকাপেক্ষা বৃহত্তম ইয়-এবং এমত বৃহতী বৃহতী শাখা বিস্তার করে, যে

  • মাক 8 থ অ ৩০ শ শ্লো ।