পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি

ধীরে ধীরে দাও আঙিনায় আনি
একলারি দীপখানি,
মুখোমুখি চাওয়ার সে দীপ,
কাছাকাছি বসার,
অতি-দেখার আবরণটি খসার।
সব-কিছুরে সরিয়ে, করো
একটু-কিছুর ঠাঁই-
যার চেয়ে আর নাই॥

শান্তিনিকেতন
২৩।৪।৩৭


২৭