পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সেঁজুতি

বুকের কাঁপনে নীরবে দোলে সে
ভিতর পানে,
মায়ার রাগিণী ধ্বনিয়া তোলে সে
সকল খানে।


দিবস ফুরায় কোথা চলে যায়
মর্ত্য কায়া,
বাঁধা পড়ে থাকে ছবির রেখায়
ছায়ার ছায়া।
নিত্য ভাবিয়া করি যার সেবা
দেখিতে দেখিতে কোথা যায় কেবা,
স্বপ্ন আসিয়া রচি’ দেয় তার।
রূপের মায়া॥

৬০