পাতা:সেঁজুতি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


সূচী
জন্মদিন আজ মম জন্মদিন
পত্রোত্তর চির প্রশ্নের বেদী-সম্মুখে
যাবার মুখে যাক্‌ এ জীবন ১২
অমর্ত্য আমার মনে একটুও নেই বৈকুণ্ঠের আশা ১৬
পলায়নী যে পলায়নের অসীম তরণী ১৮
স্মরণ যখন রবো না আমি মর্ত্যকায়ায় ২২
সন্ধ্যা চলেছিল সারা প্রহর ২৫
ভাগীরথী পূর্বযুগে, ভাগীরথী, তোমার চরণে দিল আনি ২৮
তীর্থযাত্রিণী তীর্থের যাত্রিণী ও যে ৩১
নতুন কাল কোন্‌ সে কালের কণ্ঠ হতে এসেছে এই স্বর ৩৪
চলতি ছবি রোদ্দুরেতে ঝাপসা দেখায় ৩৮
ঘর ছাড়া তখন একটা রাত ৪২
জন্মদিন দৃষ্টিজালে জড়ায় ওকে হাজারখানা চোখ ৪৬
প্রাণের দান অব্যক্তের অন্তঃপুরে উঠেছিলে জেগে ৪৯
নিঃশেষ শরৎ বেলার বিত্তবিহীন মেঘ ৫০
প্রতীক্ষা অসীম আকাশে মহাতপম্বী ৫১
পরিচয় একদিন তরীখানা থেমেছিল ৫৩
পালের নৌকা তীরের পানে চেয়ে থাকি ৫৬